সুরমা টাইমস ডেস্ক: ভাটি বাংলা ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শুক্রবার (০৮ই সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
ভাটি বাংলা ছাত্রছাত্রী পরিষদের সভাপতি অধির চন্দ্র দাসের সভাপতিত্বে ও সহ-সভাপতি কামদেব দাস দেবু এবং সিনিয়র সদস্য জার্নাল চৌধুরী জনির যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লার এমপি ড. জয়া সেনগুপ্ত।
ড. জয়া সেনগুপ্ত বলেন- শিক্ষার্থীরা হচ্ছে জাতির ভবিষ্যৎ। শিক্ষার মানোন্নয়নে সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে এবং শিক্ষার্থীদের লেখাপড়ার পথ সুগম করতে সরকার নানা সুবিধা সৃষ্টি করছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিন চন্দ্র দাস, সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সাবেক কাউন্সিলর জগদিশ চন্দ্র দাস, শাল্লা উপজেলার সাধারণ সম্পাদক আল-আমিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এওর মিয়া, দিরাই উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জগদল ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক সুদীপ দেব, দক্ষিণ সুনামগঞ্জ শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, রতিলাল দাস রতি, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ময়ল দাস, সুবীর তালুকদার, সঞ্জয় চৌধুরী, শাবিপ্রবির যুগ্ম সম্পাদক মৃন্ময় দাস ঝুটন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভাটি বাংলা ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক হিমেল দাস জবু, সহ-সভাপতি মৃদুল দাস অপু, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল সরকার, সাংগঠনিক সম্পাদক সমর দাস, প্রচার সম্পাদক হিমেল দাস, রনি দাস, সুমন চক্রবর্তী, সুমন ভৌমিক, সজিব ভৌমিক, দিপেন দাস, ঝলক দাস, সাবেক সাধারণ সম্পাদক পলাশ দাস, শিমুল চক্রবর্তী, সুমন সরকার, রূপক সরকার, বাবলু সরকার, মুখুল তালুকদার, রাব্বি দাস লর, শিবুল চন্দ্র দাস শিশির, পিকলু দাস, সৌরঞ্জিত নরপতি বাপ্পু, কার্তিক দাস, সিনিয়র সদস্য সুমন চক্রবর্তী, রুবেল দাস, বিকু দাস, সেন্টু দাস, রাজিব সরকার, রূপক সরকার, গোবিন্দ দাস প্রমুখ।
এছাড়াও ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2eVqWlX
September 09, 2017 at 07:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন