আমদানি কারক আবু তালেবের সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানি কারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আবু তালেবের বিরুদ্ধে স্থানীয় বিভিন্ন পত্রিকায় ও বিভিন্ন অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আবু তালেব। শনিবার দুপুরে কানসাটস্থ মেসার্স আবু তালেব এন্টারপ্রাইজের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে আবু তালেব বলেন- গত ২০ সেপ্টম্বর স্থানীয় কয়েকটি পত্রিকায় ও অনলাইনে তার ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। এতে তার আতœসম্মান ও মর্যাদা হানিকর, সুনাম-খ্যাতি বিনিষ্টকর, মানহানিকর, চরম আপত্তিকর এবং পারিবারিক ভাবে হেয়প্রতিপুর্ণ করার লক্ষে এ সংবাদ পরিবেশন করা হয়। তিনি তার বক্তব্যে আরও বলেন- কোন সময়ের জন্য দেশদ্রোহী, আইনের পরিপস্থি কোন প্রকার কাজের সহিত জড়িত ছিলনা। দীর্ঘ ৪০ বৎসর যাবত সুনামের সহিত বৈধ প্রক্রিয়ায় ব্যবস্থা বাণিজ্য করিয়া আসছি। আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। বর্তমানে আমদানি-রপ্তানি কারকসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত আছি। এছাড়া ওই সংবাদে আরও বলা হয়েছে- আমার পিতা মরহুম সাজ্জাদ আলী শান্তি কমিটির সদস্য হিসেবে পাকবাহিনীর সাথে স্বাধীনতার পক্ষের লোকজনের ওপর নির্যাতন চালানোর সময় আমি তালেব আমার পিতার সাথে সহযোগি হিসেবে কাজ করতাম। তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এদিকে বিভিন্ন সময় উপজেলার শ্যামপুর হাদিনগর কামাটোলা গ্রামের মো. আলফাজ আলীর ছেলে রিপন আলি রকি ও কানসাট কাগচিপাড়া গ্রামের মো. টানু মিস্ত্রির ছেলে ইমন আলী ইমরান সাংবাদিকের পরিচয় দিয়ে আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে চাঁদা দাবি করে আসছিল। এরই জের ধরে গত ১৩ ও ১৬ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ আদালতে চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেন। যা মামলা দুটি চলামান রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম, মফিজ উদ্দিন, আরেফ আলী টিসু, শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জাইদুল ইসলাম প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৯-১৭



from Chapainawabganjnews http://ift.tt/2wcL5aE

September 23, 2017 at 12:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top