মালগাড়ির ২ বগি লাইনচ্যুত, ট্রেন চলছে ঘুরপথে

ধূপগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ খোলাইগ্রাম ও শালবাড়ি স্টেশনের মাঝে মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত। আজ বেলা ২.৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। এর জেরে বন্ধ উত্তর-পূর্ব সীমান্ত রেলের মেইন রুটে ট্রেন চলাচল। অসম থেকে কলকাতা ও দেশের বিভিন্ন এলকায় যাওয়ার সমস্ত ট্রেনগুলিকে নিউকেচবিহার-মাথাভাঙ্গা-নিউ জলপাইগুড়ি রুটে চালানো হচ্ছে।

ডাউন কামরূপকে মাথাভাঙ্গা রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিছু ট্রেনকে ডুয়ার্স রুটেও চালানো হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2x4N4l4

September 17, 2017 at 04:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top