নিজস্ব প্রতিনিধি:: আভ্যন্তরীণ বিরোধের জের ধরে খুন হওয়া ছাত্রলীগ কর্মী জাকারিয়া মো. মাসুম হত্যার ঘটনার মামলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।
নিহতের মা আতিয়া বেগম নিজে বাদী হয়ে বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) মধ্যরাতে শাহপরান থানায় ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীসহ ২২ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। আজ ১৬ই সেপ্টেম্বর শনিবার রাত আনুুমানিক ১.৩০ মিনিটের সময় শাহপরান থানার সেকেন্ড অফিসার এস.আই জয়ন্ত কুমার দেব ,মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে,কোতোয়ালী থানাধীন নগরীর চালিবন্দর এলাকা থেকে মাসুম হত্যার এজহার নামীয় ১০ নং আসামী জুয়েল আহমদ (১৯) কে গ্রেফতার করতে সক্ষম হন।
প্রসঙ্গত, বুধবার (১৩ই সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জের লামাপাড়া এলাকায় জাকারিয়া মো. মাসুমকে ছুরিকাঘাত করা হয়। পেশায় ব্যবসায়ী মাসুম ছাত্রলীগের সুরমা গ্রুপের কর্মী। এমসি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর অনুসারীরা মাসুমকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ করেছে তার পরিবার। বিকেলে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুম মারা যান। (পল্লব চৌধুরী ) ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vZWCtW
September 16, 2017 at 02:51AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন