লিমা, ২৫ সেপ্টেম্বর- ফ্রান্সের রাজধানী প্যারিসে বসছে ২০২৪ সালের অলিম্পিক আসর। আর ২০২৮ সালের অলিম্পিক আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। বুধবার পেরুর রাজধানী লিমাতে অলিম্পিক কমিটির সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা আসবে। গ্রেটেস্ট শো অন আর্থ। প্রতি ৪ বছর পর পর বসে বিশ্বের সবচে বড় ক্রীড়াযজ্ঞের এ আসর। এর আভায় রঙিন হয়ে যায় গোটা বিশ্ব। তাই একটি শেষ হলেও রেশ কাটে না মহা আয়োজনের। এদিক দিয়ে এক দেশ অপর দেশকে ছাড়িয়ে যাওয়ার নেশায় মত্ত হয়। ২০২০ সালের অলিম্পিক আসর বসবে জাপানের টোকিওতে। তার আগেই ২০২৪ ও ২০২৮ অলিম্পিক আসর নিয়ে আলোচনা জমে উঠেছে। ২০২৪ অলিম্পিক আসর আয়োজন করতে চেয়েছিল ফ্রান্স ও যুক্তরাষ্ট্র উভয়ই। তবে ভোটাভুটিতে জিতে তা আয়োজনের দায়িত্ব পেয়েছে ঐতিহ্যের শহর প্যারিস। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে তা আয়োজনে উঠেপড়ে লেগেছে ফরাসিরা। স্টেডিয়ামগুলোর সংস্কারে কাজ শুরু করে দিয়েছে তারা। অলিম্পিক ভিলেজ তৈরির কাজেও হাত দিয়েছে প্যারিস। ২০২৪ অলিম্পিক আয়োজন নিয়ে ফরাসিদের সঙ্গে হেরে গেছে মার্কিনিরা। তবে বসে নেই তারাও। সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করে দিয়েছে লস অ্যাঞ্জেলসও। অলিম্পিক প্রস্তুতির খবর ফলাও করে প্রচার ও প্রকাশে প্রতিযোগিতায় নেমেছে দুই ঐতিহ্যবাহী শহরও। আর/১০:১৪/২৫ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hu0OvV
September 26, 2017 at 04:15AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন