লন্ডন, ২৪ সেপ্টেম্বর- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তার ঝড়ো সেঞ্চুরিতে সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে ৩৬৯ রানের পাহাড় দাঁড় করিয়েছেন স্বাগতিকরা। রোববার ব্রিস্টলে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করেন ইংলিশ ব্যাটসম্যানরা। বিশেষ করে জো রুট, বেন স্টোকস এবং অলরাউন্ডার মঈন আলী। তাদের ঝড়ো ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৯ রান করে ইংলিশরা। মঈন আলী মাত্র ৫৩ বলে সেঞ্চুরি তুলে নেন। যেকোনো ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। মঈন ১০২ রান করে আউট হন। বল খেলেন ৫৭টি। তার ইনিংসটি ৮টি ছক্কা ও ৭টি চারের মারে সাজানো। এছাড়া রুট ৮৪ এবং স্টোকস ৭৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মিগুয়েল কামিন্স ৩টি, জেসন হোল্ডার ২টি এবং অ্যাশলে নার্স, জেরম টেইলার ও রভমন পাওয়েল ১টি করে উইকেট লাভ করেন। ৫ ম্যাচের সিরিজে প্রথমটিতে জয়লাভ করে ইংল্যান্ড। দ্বিতীয়টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এ আর/২৩:৪৬/২৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fiIAwv
September 25, 2017 at 05:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top