চলে গেলেন একসময়ের বিশ্বের স্থূলতম মহিলা ইমন আহমেদ

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বরঃ চলে গেলেন বিশ্বের স্থূলতম মহিলা ইমন আহমেদ। ভারতে ওজন কমানোর সার্জারির পর ফিরে যান আবু ধাবিতে। সেখানেই আজ ভোর ৪.৩৫ এ মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৭ বছর। হার্টের সমস্যা এবং কিডনি বিকল হওয়ার মত নানা সমস্যায় মৃত্যু হয়েছে ইমনের। জানালেন বুরজিল হাসপাতালের ডাক্তাররা।

ফেব্রুয়ারিতে তাঁর নিজের শহর ইজিপ্টের আলেকজান্দ্রিয়া থেকে যখন মুম্বইয়ে এসেছিলেন তখন তাঁর ওজন ছিল ৫০০ কেজি। মুম্বইয়ের সৈফি হাসপাতালে চিকিত্সা চলছিল ইমনের। দীর্ঘদিন চিকিত্সার পর বারিয়াট্রিক সার্জারি করা হয় ইমনকে। মুম্বইতে চিকিত্সা চলাকালীন ৩২৪ কেজি ওজন কমেছিল তাঁর। যখন তাঁকে ছাড়া হয় তখন ইমনের ওজন ছিল ১৭৬ কেজি। ফিজিওথেরাপি এবং বাকি চিকিত্সার জন্য রেফার করা হয়েছিল আবু ধাবির বুরজিল হাসপাতালে।

সৈফি সূত্রে খবর, ইমনের এই ওজন কমার চিকিত্সায় খরচ হয়েছিল ৩ কোটি টাকা। যার মধ্যে ৬৫ লক্ষ টাকা ছিল সংগৃহীত।

গত দু দশক ধরে ইমন বাড়ির বাইরে বের হননি। গত এক বছর আগে শরীরের এক পাশ প্যারালাইসিস হয়ে গিয়েছিল ইমনের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fvgORf

September 25, 2017 at 08:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top