অজগর উদ্ধার নদী থেকে

ওদলাবাড়ি, ১৮ সেপ্টেম্বরঃ দশ ফুট লম্বা বিশাল অজগর ধরা পড়ল ওদলাবাড়িতে। সোমবার সকালে ঘিস নদীতে প্রবল জলের তোড়ে ভেসে যাচ্ছিল সাপটি। স্থানীয় মানুষজনই দেখতে পেয়ে মাছ ধরার জাল দিয়ে সাপটিকে ধরে ফেলে। স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য নফসর আলি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। খবর দেওয়া হয় বন দপ্তরে। বনকর্মীরা এসে সাপটিকে নিয়ে যান। পরে সেটিকে সুস্থ অবস্থায়  গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়।

ছবিঃ ঘিস নদী থেকে উদ্ধার হওয়া অজগর।- সংবাদচিত্র



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xeNa8V

September 18, 2017 at 01:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top