ধূপগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ আধিয়ার ও জমির মালিকের মধ্যে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে ধূপগুড়িতে। ঘটনার জেরে দুই পক্ষের সাত জন আহত হয়েছেন। বুধবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের নিরঞ্জন পাঠ গ্রামের শিল্পীপাড়া এলাকায়। আহতরা ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।
সূত্রের খবর, শিল্পীপাড়া এলাকায় কয়েক একর জমি নিয়ে জমির মালিক বিকাশ রায় ও জমির আধিয়ার ভবেশ রায়ের পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, এদিন ভবেশবাবুর মেয়ে জমি থেকে ছাগল আনতে যায়। সেইসময় অশ্লীলভাবে গালিগালাজ করে বিকাশবাবুর পরিবারের সদস্যরা। এছাড়াও বাড়িতে ঢিল ছুড়তে থাকে। প্রতিবাদ করতেই মারধর করেন বলে অভিযোগ ভবেশবাবুর।
অন্যদিকে, বিকাশ রায়ের দাদার অভিযোগ, জমিতে কলাই ডাল বোনা হয়েছে। কিন্তু এদিন হঠাৎই ওই পরিবার একটি ছাগল জমিতে ছেড়ে দেয়। এই ঘটনার প্রতিবাদ করাতেই পরিবারের সদস্যদের মারধর করা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wH7CM9
September 20, 2017 at 10:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন