সুনীল গ্রোভারের সঙ্গে খারাপ আচরণের জেরে কপিল শর্মাকে কম বেগ পোহাতে হয়নি। বন্ধ হয়ে গেছে তাদের কমেডি শো। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়ে কপিল নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন এমনটাই জানালেন এ অভিনেতা। কপিলের ফিরাঙ্গি সিনেমার ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়ে তিনি এসব কথা জানান। কপিল বলেন, হতাশ হয়ে আমি এক বন্ধুর বাসায় উঠেছিলাম। সেখানে তার বাসার ব্যালকনি থেকে বিশাল সমুদ্র দেখতাম। মনে হতো সেখান থেকে লাফ দিই। আমি খুবই হতাশ ছিলাম। তিনি আরও বলেন, আমি পারফর্ম করতে মঞ্চে উঠতে পারছিলাম না এবং শুটিং বাতিল করে দিচ্ছিলাম। আমি দুশ্চিতায় ভুগছিলাম এবং মদ্যপ অবস্থায় থাকতাম। কপিল জানান, তার সহকর্মীরা কেউই বিষয়টি মীমাংসার জন্য বসতে চাইছিলেন না। বিষয়টিতে ভীষণ কষ্ট পেয়েছেন তিনি। কপিল বলেন, যদি সুনীল একবার আমাকে জিজ্ঞেস করত, কেন আমি এ রকম আচরণ করলাম, আমার এ শো পাঁচ বছর করতে পারতাম। সে আমার মুখোমুখি হয়ে বলতে পারত, কি সমস্যা? আমি তোমাকে এ রকম কখনো দেখিনি। আমি তাকে এখনো ভালোবাসি। যে ব্যক্তিকে আপনি সবচেয়ে ভালোবাসবেন সে আপনাকে কষ্ট দেবে অথবা আপনি তাদের হতাশ করবেন? উল্লেখ্য, অস্ট্রেলিয়া থেকে শো করে মুম্বাইয়ে ফেরার পথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কপিল শর্মা ও সুনীল গ্রোভার। এ সময় সুনীলকে জুতা দিয়ে মারেন কপিল। কপিল ও তার সহযোগীরা স্টেজ শোয়ের জন্য গিয়েছিলেন অস্ট্রেলিয়াতে। সিডনি ও মেলবোর্নে শো শেষ করে সবাই একই ফ্লাইটে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলা হয়, বিমানে হুইস্কি খেয়ে মাতাল হয়েছিলেন কপিল। এদিকে কেবিন ক্রুরা খাবার দিয়ে যান। কপিল শর্মা শোয়ের সদস্যরা খাবার খেতে শুরু করেন। তাকে ছেড়ে সবাই খাবার শুরু করাতে চটে যান মাতাল কপিল। তিনি চিৎকার শুরু করেন। যখন সুনীল গ্রোভার তাকে শান্ত করতে যান তাকে জুতা দিয়ে মারেন কপিল। এরপর দ্য কপিল শর্মা শো থেকে নিজেকে বিরত রাখেন সুনীল গ্রোভার। তার সঙ্গে যোগ দেন এই শোয়ের অন্য দুই সহকর্মী রাজু প্রভাকর ও আলী আসগর। তবে কিকু শার্দা ও সুমনা চক্রবর্তী নিয়মিত শোয়ে উপস্থিত ছিলেন। পরবর্তীতে অবশ্য রাজু প্রভাকর পুনরায় শোয়ে ফিরে আসেন। তথ্যসূত্র: বিডিপ্রতিদিন আরএস/১০:১০/ ১৭ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2z9DQ8s
October 27, 2017 at 08:49PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন