বুড়িচং প্রতিনিধি ● বুড়িচং উপজেলার কোরপাই ফাজিল মাদরাসার এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ পাওয়া গেছে। সাহিদা কোরপাই ফাজিল মাদরাসা থেকে এবার এসএসসি পরিক্ষার্থী। সে কোরপাই গ্রামের আঃ রাজ্জাকের মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদরাসার ছার্ত্রী মোসাঃ সাহিদা আক্তারকে মাদরাসায় আসা যাওয়ার পথে কোরপাই গ্রামের প্রবাসী কামাল হোসেনের ছেলে সজিব (১৯) ও কোরপাই ফাজিল মাদরাসার পিয়ন তাজুল ইসলামের ছেলে আবু বকর (২২) দীর্ঘ দিন যাবত তাকে উত্যক্ত করে আসছে, খারাপ আচরণ করছে এবং জামা-কাপড় ধরে টানাটানি করে।
১ অক্টোবর ছাত্রী নিজে বাদি হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করে। বর্তমানে সাহিদা নিরাপত্তাহীনতায় ভুগছে।
মাদরাসার প্রিন্সিপাল সফিকুর রহমান জানান, আমি একাধিকবার স্থানীয় লোকজনকে দিয়ে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এখন তাদের উৎপাতের কারণে ময়েটি মাদরাসায় আসতে পারছে না। ৩ অক্টোবর মেয়েটির নির্বাচনী পরীক্ষা।
The post ইভটিজিংয়ের শিকার এক ছাত্রীর মাদরাসায় যাওয়া বন্ধ appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2xcKL0b
October 03, 2017 at 08:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন