মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি :: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা বলেছেন, যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে, বোমা-ককটেল মেরে বিশৃংখলা সৃষ্টি করে, জঙ্গি-সন্ত্রাসীদের লালন পালন করে তারা যাতে রাষ্ট্রিয় ক্ষমতায় আসতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সরকার সমবন্টনের মাধ্যমে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। অচিরেই বিশ্বনাথ উপজেলাকে পৌরসভা হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি পল্লী এলাকার উন্নয়নে বিশ্বাসী। পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বেই দেশের প্রত্যেকটি গ্রামে উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে এহিয়া চৌধুরী’সহ জাতীয় পার্টির প্রার্থীদের নির্বাচিত করুন।
তিনি শনিবার (২১অক্টোবর) বিকেলে বিশ্বনাথ নতুন বাজার গোলচত্ত্বর প্রাঙ্গনে উপজেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে প্রধান বক্তার বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, জীবনে শেষ সময় পর্যন্ত এ অঞ্চলের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করে যাবো। এজন্য জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকার্মীর ঐক্যবদ্ধ সহযোগীতার প্রয়োজন রয়েছে।
বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এস এম আরশ আলী বাবলুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব আব্দুল মুমিন চৌধুরী বাবু এমপি, গোলাম মোঃ রাজু, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহমদ শাহজাদা, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ইশরাফুল হোসেন শামিম, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ূম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন এ সালেহ আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী।
উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, জয়নাল আবেদীন, ফিরোজ আলী ও উপজেলা সেচ্ছোসেবক পার্টির আহবায়ক এস এম শামীমের যৌথ পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টি সভাপতি সুফি মাহমুদ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সিলেট জেলা পরিষদের সদস্য জাপা নেতা সহল আল রাজী চৌধুরী, আসিক মিয়া, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য এম এ রব, জাপা নেতা সাইদুর রহমান, জয়নাল আহমদ মিয়া, তাজ উদ্দিন বাবুল, বদর আলী, রুহুল আমিন, গণি মিয়া, নাজিম চৌধুরী, মো. শাহিন, মাওলানা নুরুল ইসলাম, সুহেল তাজ, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মীর খোকন।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হরেশ নন্দ্র দাশ, সিলেট জেলা যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাব, সাধারণ সম্পাদক মর্তুজা আহমদ, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, আব্দুল হান্নান, আবুল খয়ের মেম্বার, সুমন আহমদ সুনন, জাপা নেতা সালেহ আহমদ তোতা, রুবেল আহমদ আফজাল, শরিফ উদ্দিন, ইউপি সদস্য আব্দুল বারী, নাছির উদ্দিন, শামিম আহমদ, নুর উদ্দিন, সাবেক ইউপি সদস্য রফিজ আলী, আব্দুল মজিদ, জুৎসনা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাবেক আহবায়ক আলা উদ্দিন প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2zrNG1G
October 21, 2017 at 09:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন