কলকাতা, ২৪ সেপ্টেম্বরঃ রাত পোহালেই যুব বিশ্বকাপে ব্রাজিল-ইঙ্গল্যান্ড সেমিফাইনাল। অপ্রত্যাশিত ভাবেই কলকাতার ঝুলিতে এই হাই ভোল্টেজ ম্যাচ। আরো একবার সেই সাম্বা ম্যাজিক দেখার হাতছানি করতে চায় না কোন ফুটবল প্রেমি বাঙালি। তাই তারা কোমড় বেঁধে নেমে পরেছে টিকিট কাটতে, কিন্তু ক্রমশই বাড়ছে টিকিটের চাহিদা। গতকাল রাত ১১টায় ফিফা অনলাইন টিকিট রেজিস্ট্রেশনের নম্বর ছিল ১ লাখ ৫৫ হাজার ২১৮। সোমবার রাত ৮.৩০ থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। মঙ্গলবার বিকেল ৫ টা থেকে কাউন্টারে অল লাইন টিকিট দেওয়া হবে। অফ লাইনে যুবভারতীর পাশাপাশি মিলন মেলাতেও টিকিট পাওয়া যাবে। ইস্ট-মোহন-মহামেডান মাঠ থেকেও টিকিট বিক্রি হবে। সব টিকিটের দাম ১০০ টাকা।
সেই ঘোষণা হতে না হতেই গতকাল রাত থেকেই যুবভারতীর সামনে লম্বা লাইন। অফলাইনে টিকিট তোলার জন্য রাতেই হাজির ফুটবল পাগল কলকাতা। অন্যদিকে, অনলাইনে টিকিট পেতে সমস্যা হওয়ায় সকালে অফ লাইনেই টিকিট তুলতে লাইন দিয়েছে অনেকে।
অক্টোবরের শেষ সপ্তাহ কলকাতা যেন এক টুকরো ব্রাজিলে পরিনত হয়েছে। আরো একবার গোটা বিশ্ব বাংলার ব্রাজিল-প্রেম দেখতে পাবে যুবভারতীতে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yKezQN
October 24, 2017 at 01:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন