হবিগঞ্জে পুলিশের অভিযানে ১৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও নিয়মিত ১৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদের মধ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর থেকে আব্দুর রাজ্জাক মিয়া (৪০) এক শীর্ষ মাদক বিক্রেতাকেও গ্রেফতার করা হয়। মাদক বিক্রেতা রাজ্জাক মিয়া উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে।

জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওই ১৪ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃদের মধ্যে ৬ জন পরোয়ানাভুক্ত এবং ৮ জন নিয়মিত মামলার আসামি রয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2kilbRu

October 03, 2017 at 08:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top