বিপদসীমার উপর দিয়ে খোয়াই নদীর পানি,আতঙ্কিত শহরের লোকজন

নিজস্ব প্রতিনিধি:: অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদী উত্তাল হয়ে উঠেছে। আর এতে খোয়াইয়ের পানি বিপদসীমার ২০০ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

রোববার সকাল ১০ টার দিকে চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে এর পরিমাপ করে পানি উন্নয়ন বোর্ড। এ সময় হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে পানি ছিল বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপরে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর শনিবার রাত ১২টার পর থেকে পানি বাড়তে শুরু করে। তবে বাল্লা সীমান্ত এলাকায় বর্তমানে পানি বাড়ার গতি স্থির রয়েছে।

স্থানীয়রা জানান, খোয়াই নদীর পানি বেড়ে যাওয়ায় শহরের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xXA6Ss

October 22, 2017 at 10:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top