নগরীতে স্মার্টকার্ড বিতরণ আগামী ৫ই নভেম্বর

সুরমা টাইমস ডেস্ক:: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশালের পর এবার আগামী ৫ই নভেম্বর থেকে সিলেট সিটি করপোরেশনের বাসিন্দাদের মাঝে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য জানান।

আগামী ৫ই নভেম্বর সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ মিলনায়নে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এতে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের উপস্থিত থাকার কথা রয়েছে।

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে এনআইডি উইং। যেকোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করলে নাগরিকদের তথ্য জানাবেন জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তারা।

এসএমএস এর মাধ্যমে স্মার্টকার্ড বিতরণের তারিখ ও কেন্দ্র জানতে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে NID লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর বসিয়ে (যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের তারা প্রথমে জন্ম সাল যুক্ত করে) ১০৫ নম্বরে পাঠিয়ে জানতে পারবেন।

যারা ভোটার হয়ে এখনও এনআইডি পায়নি তাদের প্রথমে SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর স্পেস দিয়ে D লিখে YYY-MMM-DDD ফরম্যাটে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে মেসেজ পাঠাতে হবে। ফিরতি মেসেজে বিতরণের তারিখ ও বিতরণকেন্দ্র জানিয়ে দেবে এনআইডি উইং।

ইসির তথ্যমতে, দেশে বর্তমানে মোট ১০ কোটি ১৮ লাখের মতো ভোটার রয়েছে। প্রাথমিকভাবে ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকিদের স্মার্টকার্ড দেবে ইসি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2lAJUkA

October 31, 2017 at 11:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top