ঢাকা, ০১ অক্টোবর- বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের রিট আবেদনের প্রেক্ষিতে চার সপ্তাহের মধ্যে বর্তমান কমিটি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে গত রবিবার রুল জারি করেছিলেন হাইকোর্ট। যদিও সেখানে বলা হয়েছে, ২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা(ইজিএম) করতে বাধা নেই বিসিবির। ১৭০ জন কাউন্সিলরের অংশগ্রহণে সোমবার নির্ধারিত সময়েই শুরু হবে এ সভা দুটি। সকাল ১১টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এজিএম শেষ হওয়ার পর ১০ মিনিট বিরতি দিয়ে শুরু হবে ইজিএম। এজিএমের সম্ভাব্য আলোচ্যসূচির মধ্যে গঠনতন্ত্র সংশোধনের ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বার্ষিক সভায় আলোচনার ভিত্তিতে ইজিএমে সংশোধিত গঠনতন্ত্র ২০১৭) পাস করা হবে জানা গেছে বিসিবি সূত্রে। গঠনতন্ত্র নিয়ে মামলার সূত্রপাত ২০১২ সালে। ওই বছরের ১ মার্চ গঠনতন্ত্র সংশোধন করেছিল বিসিবি। সেটি অনুমোদন না করে কিছু সংশোধনী এনে ওই বছরের নভেম্বরে নতুন গঠনতন্ত্র তৈরি করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ডিসেম্বরে এনএসসির সংশোধিত গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বিসিবির নির্বাহী কমিটির সাবেক সদস্য প্রয়াত ইউসুফ জামিল বাবু ও স্থপতি মোবাশ্বের হোসেন। ২০১৩ সালের ২৭ জানুয়ারি হাইকোর্ট রায় দেন এনএসসির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ। পরদিনই হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে এনএসসি ও বিসিবি। ওই বছরের ২৫ জুলাই আপিলের অনুমতি দেওয়া হয়। পরে দেশের স্বার্থ বিবেচনায় এনএসসির সংশোধিত গঠনতন্ত্রেই নির্বাচনের অনুমতি পায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সোমবারের সাধারণ সভায় আগের বছরগুলোর কার্যক্রম মূল্যায়ন করে সেগুলো অনুমোদন দেওয়া হবে। এছাড়া পরিচালনা পর্ষদের অনুমোদিত অর্থবছরের আয়-ব্যয়ের বিষয় নিরীক্ষণ ও অনুমোদন দেওয়া হবে। ইজিএমে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হবে। আরও নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। তবে সবার আগ্রহ বিশেষ করে একদিকেই- গঠনতন্ত্রে সংশোধন আনা হচ্ছে কি না? এআর/২৩:০০/০১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x7LcnD
October 02, 2017 at 04:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top