জয় পেল ব্রাজিল ও উরুগুয়ের, ড্র কলম্বিয়া-পেরুর

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ১১ অক্টোবরঃ বুধবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের শেষ রাউন্ডে ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। পাওলিনিয়োর গোলে এগিয়ে যাওয়ার পর জোড়া গোল করেন জেসুস।

২০১৫ সালের অক্টোবরে এই চিলির কাছে ২-০ গোলে হেরেই বাছাই পর্বে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। তারপর থেকে আর হারেনি তারা। তিতের অধীনে বাছাই পর্বে টানা নয় জয়ের পর গত দুই রাউন্ডে ড্র করেছিল। সবমিলিয়ে এবারের বাছাই পর্বে ১৭ ম্যাচ অপরাজিত থাকল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, শেষ রাউন্ডের আগেই বিশ্বকাপে ওঠা একরকম নিশ্চিত ছিল উরুগুয়ের। ঘরের মাঠে লুইস সুয়ারেসের জোড়া গোলে ৪-২ ব্যবধানে দুই বারের চ্যাম্পিয়নরা হারিয়েছে বলিভিয়াকে।

এদিকে, পেরুর মাঠে ১-১ গোলে ড্র করে চতুর্থ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে উঠে গেছে কলম্বিয়া। আর পঞ্চম স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে পেরু।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hBikP0

October 11, 2017 at 04:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top