অনশনে বসেছেন এইমসের প্রায় ২ হাজার চিকিত্‍সক

নয়াদিল্লি, ২৬ অক্টোবরঃ কেন্দ্রের সপ্তম পে-কমিশনের সুপারিশের বিরুদ্ধে অনশনে বসেছেন এইমসের প্রায় ২ হাজার চিকিত্‍সক। বুধবার থেকে অনশনে বসেছেন তাঁরা। তবে কাজ চালু থাকবে বলে জানিয়েছেন তাঁরা।

এই ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন অনশনরত চিকিত্‍সকরা। তাঁরা জানিয়েছেন, ‘অনেকদিন ধরে আমরা চুপচাপ আছি। স্বাস্থ্য দফতরের কাছ থেকে প্রতিক্রিয়ার আশা করেছিলাম। কিন্তু মন্ত্রকের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’

আরডিএ প্রেসিডেন্ট হরজিত্‍ সিং ভারতী এই নিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি বলেছেন, ‘সফদরগঞ্জ হাসপাতালের মতো সরকারী হাসপাতাল, অন্যান্য পি জি আই চণ্ডীগড়ের মতো স্বায়ত্তশাসিত মেডিকেল ইনস্টিটিউটগুলিতে ৪ মাসের ভাতা দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখনও স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছি।’

তিনি আরও অভিযোগ তুলেছেন, ডাক্তারদের জোর করে কাজ করতে বাধ্য করা হয়। অনেক সময় টানা ৪৮ ঘণ্টা কাজও করতে হয়। এর প্রতিকার চেয়েছেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xnTzMA

October 26, 2017 at 12:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top