এলাহাবাদ, ১২ অক্টোবরঃ আরুশি তলওয়ার হত্যা মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করবে এলাহাবাদ রায়কোর্ট। আজকের রায়ে ভাগ্য নির্ধারিত হবে সিবিআই কোর্টে এই হত্যাকাণ্ডে দোষী সাবস্ত্য হওয়া আরুশির বাবা রাজেশ তলওয়ার ও মা নুপূর তলওয়ারের। ২০০৮ সালে দিল্লির নয়ডার জলবায়ু বিহারের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় আরুশির গলাকাটা দেহ। প্রথমে পুলিশের সন্দেহ ছিল, তলওয়ার পরিবারের পরিচারক হেমরাজ খুন করেছে ওই কিশোরীকে। কিন্তু দুদিন পরে ওই বহুতলের ছাদ থেকে উদ্ধার হয় হেমরাজের দেহ। পুলিশ তদন্ত করে জানায়, পরিবারের সম্মানরক্ষা করতেই নিজেদের মেয়ে ও পরিচারককে খুন করেছে তলওয়ার দম্পতি। এরপরই উত্তরপ্রদেশ সরকারের তরফে ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআই-কে। সিবিআইয়ের বিশেষ আদালতও রাজেশ ও নুপূরকে দোষী সাব্যস্ত করে। এরপরই এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন তারা। সেই মামলারই রায় বেরবে আজ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yd0rA4
October 12, 2017 at 12:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন