উইন্ডোজ ফোনের উত্‍‌পাদন বন্ধ করল মাইক্রোসফট

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ শেষরক্ষা হল না, উইন্ডোজ ফোন আর নেই। হ্যাঁ, উইন্ডোজ ফোনের উত্‍‌পাদন অফিসিয়ালি বন্ধ করে দিল মাইক্রোসফট।

অ্যান্ড্রয়েডকে একহাতে নিতেই উইন্ডোজ ফোন বাজারে এনেছিল মাইক্রোসফট। একগুচ্ছ অ্যাপও তৈরি করে সংস্থাটি। এমনকি অ্যাপ ডেভেলপারদের মোটা টাকা পারিশ্রমিক দিয়ে অত্যাধুনিক উইন্ডোজ অ্যাপ বানানো হয়। তবুও অ্যান্ড্রয়েডকে টেক্কা দেওয়া দূরের কথা, ছুঁতেও পারেনি।

অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা যতই বেড়েছে, উইন্ডোজ ফোন ততই পিছিয়ে পড়েছে। তাই আর উইন্ডোজ ফোন বাজারে রাখতে রাজি নয় মাইক্রোসফট। সংস্থাটি জানিয়েছে, উইন্ডোজ ফোনে আর সফটওয়্যার আপডেট মিলবে না। তবে নিরাপত্তা সংক্রান্ত বাগ ফিক্সেস আরও কিছুদিন পাওয়া যাবে। পরে সেটাও বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yM6cFU

October 16, 2017 at 03:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top