তিতাস প্রতিনিধি ● তিতাসে ঝগড়া থামাতে গিয়ে এনু মিয়া (৫৫) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় তিতাস থানা পুলিশ ৭ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে নয়টায় উপজেলার কলাকান্দি ইউনিয়নের আফজলেরকান্দি গ্রামে নিহতের নিজ বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বড় ভাই মৃত মোস্তফা মিয়ার দুই স্ত্রী হাছিনা বেগম ও ফাতেমা বেগমের মধ্যে ফাতেমার ছেলে হায়দার ও মেয়ে আসনেহের হাছিনার পক্ষ নিয়ে মা ফাতেমা বেগম ও বোন আকলিমার সাথে বাড়ির জায়গা নিয়ে ঝগড়া করছিল।
এসময় চাচা এনু মিয়া ঝগড়া থামাতে এসে আকস্মিক মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তি মুরাদনগর উপজেলার জাহাপুর বাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়দের ধারনা বৃদ্ধ এনু মিয়া হঠাৎ রেগে গিয়ে স্ট্রোক করে থাকতে পারেন। খবর পেয়ে তিতাস থানার ওসি নুরুল আলম টিপু, এসআই কামালসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেনএবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করে নিয়ে আসেন। আটককৃতরা হলো, হাছিনা বেগম (৫০), ফাতেমা বেগম (৫৫), হায়দার আলী (২০), আসনেহের (২২), আকলিমা (২৫), সজল (৪০) ও নিহতের বড় ভাই মফিজ উদ্দিন (৬০)।
অপরদিকে নিহত এনু মিয়ার স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে ঢাকার হাজীপাড়ায় বসবাস করেন। এখবর পেয়ে নিহতের স্ত্রী ও ছেলে-মেয়ে তিতাস থানায় এসে তার পিতাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন এবং আটককৃতদের বিরুদ্ধে নিহতের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে মামলা করবেন বলে সংবাদিকদের জানান।
তিতাস থানার ওসি নুরুল আলম টিপু জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু। তবে নিহতের পরিবার অভিযোগ করলে আমরা অভিযোগ আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
The post তিতাসে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু : আটক ৭ appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2fPbUPb
October 03, 2017 at 06:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন