ডি ভিলিয়ার্স এসেই যথারীতি তাণ্ডব শুরুর চেষ্টা চালালেন। কিন্তু ডি ভিলিয়ার্স ঝড়টা এবার আর বড় হতে দিলেন না যুবা পেসার সাইফ উদ্দিন। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পর উইকেটে এসেছিলেন এবি ডি ভিলিয়ার্স। ব্যক্তিগত ২০ রানে ভয়ঙ্কর এই ব্যাটসম্যানকে ফেরান নিজের তৃতীয় টি-টুয়েন্টি খেলতে নামা সাইফ উদ্দিন। ইমরুল কায়েসের হাতে ক্যাচ বানিয়েছেন তাকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ১১.২ ওভার শেষে ৩ উইকেটে ৮৬। ফিফটি তুলে নিয়েছেন হাশিম আমলা। আগের দিন বিজয়ের ডাক দিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক বলেছিলেন সত্যিকারের টাইগাররা হাল ছাড়ে না। দলকে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফরের শেষ ম্যাচে সাকিব নিজেই যেন বিজয়ের বাড়তি প্রেরণা নিয়ে মাঠে নামলেন। দলের অধিনায়ক সামনে থেকেই নেতৃত্ব দেওয়া শুরু করলেন। টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার প্রথম দুই উইকেট তুলে নিলেন ইনিংসের ৫ ওভারের মধ্যে। তাতে ৩৭ রানে ২ উইকেট হারালো দক্ষিণ আফ্রিকা। মোসেহলিকে ব্যাক্তিগত ৫ রানে ও জেপি ডুমিনিকে ৪ রানে বোল্ড করেছেন সাকিব। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংটাই বেছে নিয়েছেন তিনি। একাদশে শফিউল ইসলামের জায়গায় এসেছেন ব্যাটসম্যান লিটন কুমার দাস। বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন। দক্ষিণ আফ্রিকা একাদশ : মাঙ্গালিসো মোসেহলি, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, (অধিনায়ক), ডেভিড মিলার, ফারহান বেহারডিন, আন্দিলে ফেহলাকোয়ায়ো, রবি ফ্রাইলিংক, অ্যারন ফাঙ্গিসো, বিউরান হেনড্রিক্স, ডোয়াইন প্রিটোরিয়াস । তথ্যসূত্র: পরিবর্তন এআর/১৯:৩০/২৯ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2icEbfS
October 30, 2017 at 01:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top