মুম্বই, ৩১ অক্টোবরঃ মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনে ব্রিজ বানাবে সেনা। মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের এই ঘোষণায় জোর বিতর্ক শুরু হল। গত মাসে মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনে পদপিষ্ঠ হয়ে ২৩ জন যাত্রীর মৃত্যু হয়। মঙ্গলবার সকালে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ এবং রেলমন্ত্রী পীযূশ গোয়েলকে নিয়ে স্টেশন পরিদর্শনে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সেখানে মুখ্যমন্ত্রী ফড়নবিশ বলেন, ‘কম সময়ে তারা সেতু বানাতে পারবে বলে সেনা জানিয়েছে। আমরা এলফিনস্টোন স্টেশন এবং আরও দু’টি শহরতলির স্টেশনে রেলসেতু তৈরিতে সেনার সাহায্য নিচ্ছি।’ এই সেতুটির কাজ ৩১ জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে বলে দেবেন্দ্র জানিয়েছেন।
এরপরেই বিতর্ক শুরু হয়ে যায়। সেনা কী তবে দেশের সুরক্ষা বাদ দিয়ে পরিকাঠামোর উন্নতিতে নামবে?
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ihyblZ
October 31, 2017 at 03:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন