ইসলামাবাদ, ০৩ অক্টোবর- পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আনুষ্ঠানিক ড্রাফটের আগে পেশোয়ার জালমি ছেড়ে করাচি কিংসে যোগ দিয়েছেন দেশটির তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। পিএসএলের দ্বিতীয় আসরে জালমিকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আফ্রিদি। যদিও ইনজুরির কারণে ফাইনাল ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। পরের আসরে করাচির জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে বুম বুম আফ্রিদিকে। আজ মঙ্গলবার পেশোয়ার জালমি ছেড়ে করাচিতে যোগ দিয়েছেন তিনি। তৃতীয় আসর শুরুর আগে আফ্রিদি নতুন ঠিকানায় গেলেও তার প্রশংসা করে জালমির মালিক জাভেদ আফ্রিদি বলেন, শহীদ আফ্রিদি বিশ্বমানের একজন খেলোয়াড়। দুর্দান্ত অবদানের জন্য পেশোয়ার জালমি পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ। সে একজন ভাইয়ের মতো। আমরা তার উজ্জ্বল ভবিৎষত কামনা করছি। এদিকে বুমবুম আফ্রিদিকে দলে পেয়ে বেশ আনন্দিত করাচি কিংসের মালিক সালমান ইকবাল। এ প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট আফ্রিদি অনেক বড় একটা নাম। আমরা তাকে পেয়ে বেশ আন্দিত। আশা করছি তার অভিজ্ঞতা ও দক্ষতা করাচির ড্রেসিং রুমে নতুন পরিবর্তন আনবে। আর/১০:১৪/০৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fHRmok
October 04, 2017 at 05:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top