বিশ্বনাথে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা


22684961_522404674787209_1886270890_nবিশ্বনাথ( সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথের বৈরাগীবাজার এলজিও সংস্থা আশার কার্যালয়ে বৃহস্পতিবার দুই ব্যাপী আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। আশা বৈরাগীবাজার ব্রাঞ্চের কর্মকর্তা কামরুল হাসান খন্দকারের সভাপতিত্বে ও শিক্ষা সুপারভাইজার পার্থ সারথি দাশ পাপ্পু’র সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন আতিকুর রহমান। তিনি বক্তব্য বলেন, বলেন প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পরা রোধে আশা গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। বর্তমান সরকারের নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার ভিসন বাস্তবায়নে আশা’র নিজস্ব অর্থায়নে এই শিক্ষা কর্মসূচী একটি মাইল ফলক। উক্ত অনুষ্টানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন শিক্ষা সেবীকা সাবিনা বেগম,লিপি বেগম, সেফালী আক্তার,সুমী বেগম, তানিয়া বেগম, জেসমিনা বেগম, কল্পনা মালাকার, শাহিনা বেগম, সাবিনা বেগম, আছমা বেগম, কনিকা মালাকার, নিলুফা বেগম, রুমানা বেগম, নাসিমা বেগম প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hQOeH1

October 19, 2017 at 10:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top