গুয়াহাটি, ২৫ অক্টোবরঃ গুয়াহাটিতে খেলা বাতিল হওয়ার প্রতিবাদে ফিফার বিরুদ্ধে অভিযোগ তুলল তাই-আহোম যুব পরিষদ। তারা ফিফার টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার সেপ্পির নামে থানায় অভিযোগ দায়ের করে। তাদের দাবি, ফিফার হাতে ৩ মাস আগেই তুলে দেওয়া হয়েছিল গুয়াহাটির ইন্দিরা গান্ধি স্টেডিয়ামের মাঠ। তাতে খেলা বাতিল হওয়ার কারণ রাজ্য বা বৃষ্টির নয়, একমাত্র ফিফার।
যুব পরিষদের পাবলিসিটি সেক্রেটারি ধর্মকান্ত গগৈ বলেন, ‘কলকাতায় তুমুল বৃষ্টির পরেও যদি এভাবে দু’দিন খেলা হতে পারে, তবে গুয়াহাটির মাঠে কি অসুবিধা ছিল। এরজন্য উত্তর-পূর্বের ফুটবলপ্রেমী জনতা আর্থিক, মানসিক ভাবে হেনস্থা হলেন। টিকিটের টাকা ফেরত দিলেও হেনস্থার ক্ষতিপূরণ দিক ফিফা।’
এদিকে, আগামীকাল মাঠকর্মীদের গাফিলতির বিরুদ্ধেও থানায় অভিযোগ জানাবে তাই-আহোম সংগঠন। স্মারকলিপি দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y6RxQQ
October 25, 2017 at 10:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন