নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছেন সদ্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপন। পাপনের প্যানেলে নির্বাচনে এসেছেন নাঈমুর রহমান দুর্জায়। এতে সিলেট বিভাগ থেকে পাপনের প্যানেলে প্রার্থী হচ্ছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
গত শুক্রবার (২০শে অক্টোবর) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের লাউঞ্জে নিজের প্যানেল ঘোষণা করেন পাপন। পাপনের প্যানেলের এবার দু অবশ্য দুই-একটা রদবদল আছে। মারা যাওয়াও নাজমুল করিম টিংকুর পরিবর্তে এবার ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হবেন একজন নতুন পরিচালক। বোর্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বাদ পড়ছেন ইকবাল হোসেন।
গত শুক্রবার (২০শে অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে মনোনয়নপত্র বিতরণ। মনোনয়নপত্র দাখিলের সময় ২৪ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ২৫ অক্টোবর হবে মনোনয়নপত্র বাছাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশ। আগামি ৩১শে অক্টোবর বোর্ডের নির্বাচন অনুষ্টিত হবে।
নাজমুল হাসান পাপনের প্যানেলে পুরনোরাই রয়েছেন। ফলে ঘুরেফিরে আবারো পুরনো পরিচালকরাই আসছেন বোর্ডের দায়িত্বে।
নাজমুল হোসেন পাপনের প্যানেল:- ক্যাটাগরি-১: ঢাকা বিভাগ থেকে নাঈমুর রহমান দুর্জয়, চট্টগ্রাম বিভাগ থেকে আজম নাসির ও আকরাম খান, খুলনা বিভাগ থেকে -শেখ সোহেল ও কাজী এনাম আহমেদ, রাজশাহী বিভাগ থেকে শফিউল আলম স্বপন, বরিশাল বিভাগ থেকে এম এ আউয়াল চৌধুরী ভুলু, সিলেট বিভাগ থেকে শফিউল আলম চৌধুরী এবং রংপুর বিভাগ থেকে এডভোকেট আনোয়ারুল ইসলাম।
ক্যাটাগরি-২: নাজমুল হাসান পাপন, আহমেদ সাজ্জাদুল আলম ববি, এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম, আফজালুর রহমান সিনহা, মঞ্জুরুল কাদের, জালাল ইউনুস, নজিব আহমেদ , ইসমাইল হায়দার মল্লিক, গাজী গোলাম মুর্তজা, লোকমান হোসেন ভুঁইয়া, হানিফ ভুঁইয়া, শওকত আজিজ রাসেল ও তানজীল চৌধুরী। ক্যাটাগরি-৩: খালেদ মাহমুদ সুজন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xXW78v
October 22, 2017 at 10:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন