কুমিল্লা বিশ্বরোড পার হয়েছে খালেদার গাড়ি বহর

নিয়াজ মাহমুদ, খালেদা জিয়ার গাড়িবহর থেকে ● কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পার হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর। শনিবার বিকাল ৪টার দিকে বেগম জিয়ার গাড়ি বহর পদুয়ার বাজার বিশ্বরোড অতিক্রম করে। এর আগে বিকাল পৌনে ৪টার দিকে আলেখারচর বিশ্ব রোড পার হন তিনি। আলেখারচরে হাজী ইয়াসিন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর হাজার হাজার নেতাকর্মী পদুয়ার বাজার বিশ্বরোডে গাড়ি বহরকে স্বাগত জানায়।

এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর মেঘনা-গোমতী সেতু অতিক্রম করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে অন্তত ২ ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে বিএনপি নেত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে। তার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও রয়েছেন। রবিবার কক্সবাজার যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপি প্রধানের এই সফরকে ঘিরে দলের পক্ষ থেকে নেয়া হয়েছে জোর প্রস্তুতি। দলীয় প্রধানকে স্বাগত জানাতে কুমিল্লা হাজার হাজার নেতা-কর্মীরা জড়ো হয়েছেন মহাসড়কের দুই পাশে।

খালেদা জিয়া দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে কক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে জেলার দাউদকান্দি, চান্দিনা, মুরাদনগর, দেবীদ্বার, বুড়িচং, আদর্শ সদর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলা অতিক্রম করবেন। এ সময় তদের অভ্যর্থনা জানাতে দলীয় সিদ্ধান্ত অনুসারে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেবেন মহাসড়কের পদুয়ার রেলওয়ে ওভারপাস এলাকায়।

দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াসিনের পক্ষে নেতাকর্মীরা মহাসড়কের আলেখারচর বিশ্বরোড থেকে কোটবাড়ি মোড় পর্যন্ত মহাসড়কে অবস্থান নেওয়ার কথা রয়েছে।

দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে, ইলিয়টগঞ্জ এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের পক্ষে, চান্দিনায় জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলমের নেতৃত্বে, দেবীদ্বারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে মহাসড়কের দেবীদ্বারের বরাট, বাগুর, আড়িখলা মেইল গেট, আতাপুর, বুড়িচংয়ের নিমসারে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের পক্ষে, পদুয়ারবাজার বিশ্বরোড থেকে সুয়াগাজী পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরীর পক্ষে। এবং চৌদ্দগ্রামে বিএনপি নেতা কামরুল হুদার পক্ষে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মিয়ানমারের রোহিঙ্গারা নানা সময় প্রাণ বাঁচাতে দলে দলে বাংলাদেশে ছুটে এসেছে। তবে সাম্প্রতিক অনুপ্রবেশ সবচেয়ে বড়। পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কক্সবাজারের উখিয়ায়। তাদের এভাবে ছুটে আসার ঘটনায় বিশ্ব নেতারাও উদ্বেগ জানিয়েছে। ত্রাণ সহায়তা দিয়েছে বিভিন্ন দেশ।

আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন আর সাধারণ মানুষও রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে।

তবে তাদের মধ্যে ত্রাণ বিতরণে শৃঙ্খলা আনতে দায়িত্ব দেয়া হয়েছে সেনাবাহিনীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হওয়ার সময় খালেদা জিয়া ছিলেন যুক্তরাজ্যে। সম্প্রতি সেখান থেকে তিনি ঢাকায় ফেরেন। দেশে ফেরার ১০ দিন পর তিনি কক্সবাজার সফরে যাচ্ছেন।

জেলাটিতে খালেদা জিয়ার সবশেষ সফর হয়েছিল ২০১২ সালের জুনে। রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় সমবেদনা জানাতে সেখানে নিয়েছিলেন তিনি।

পথে চট্টগ্রামে রাতে অবস্থান করবেন বিএনপি নেত্রী। এই জেলাতেও পাঁচ বছর পরে যাচ্ছেন তিনি। ২০১২ সালে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের দেখতে ২০১২ সালে চট্টগ্রামে গিয়েছিলেন খালেদা জিয়া।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা থেকে রওয়ানা হওয়ার পর দুপুরে ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন বিএনপি চেয়ারপারসন। এরপর সেখান থেকে বিকালে যাত্রা শুরু করে রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে রাতে থাকবেন তিনি। রবিবার সকালে চট্টগ্রাম থেকে রওয়ানা দিয়ে বিকালে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সেখানে রাতে অবস্থান করবেন তিনি।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন।

এরপর আবার কক্সবাজার সার্কিট হাউজে বিশ্রাম শেষে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া। সেখানে রাতে থেকে ৩১ অক্টোবর ফেনী হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন বিএনপি প্রধান।

বছর পর খালেদা জিয়ার চট্টগ্রাম ও কক্সবাজার সফর প্রসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান ঢাকাটাইমসকে বলেন, ‘সফরকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত। কারণ দীর্ঘদিন পর চেয়ারপারসন বেশ কয়কটি জেলার উপর দিয়ে যাবেন। নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন। অন্যদিকে গণতন্ত্র ও মানবতার প্রশ্নে বিএনপি চেয়ারপারসন সব সময় সজাগ থাকেন তারও প্রমাণ হচ্ছে এ সফর।’

The post কুমিল্লা বিশ্বরোড পার হয়েছে খালেদার গাড়ি বহর appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2xvC25t

October 28, 2017 at 03:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top