ওরা ছিনতাইয়ের পর চাঁদাবাজিও করে

নিজস্ব প্রতিবেদক ● শ্রমিক ভিসায় মালয়েশিয়া যাবেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মশুলদি গ্রামের শাহ জালাল। তাই পাসপোর্ট ভিসা নিয়ে সিএনজি অটোরিকশা করে মতিঝিলে যাচ্ছিলেন বিমানের টিকিট সংগ্রহের জন্য। সঙ্গে ছিলেন তার ভাই শাহ আলী।

অটোরিকশাটি পুরান ঢাকার টিকাটুলির রাজধানী সুপার মার্কেট পার হওয়া মাত্রই অস্ত্রসজ্জিত চার ব্যক্তি গাড়িটির গতিরোধ করে। সঙ্গে সঙ্গে শাহ জালাল ও শাহ আলীর মাথায় আগ্নেয়াস্ত্র এবং গলায় ধারালো ছুরি ধরে ৩৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন, পাসপোর্ট-ভিসা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গত বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাই করেই তারা ক্ষান্ত হয়নি, পাসপোর্ট-ভিসা ফেরত দেওয়ার নামে এক লাখ টাকা চাঁদা দাবি করে শাহ জালালের কাছে। অভিযোগ পেয়ে র্যাব-১০ এর একটি দল ওই ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গত শনিবার রাতে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলো- ফকিরাপুলের সালাউদ্দিন, কুমিল্লার লাকসামের জগতপুরের শামসুল আলম, একই জেলার মনোহরগঞ্জ উপজেলার ইসলামপুরের ফরিদ আহাম্মেদ স্বপন ও বাউপুরের জামাল হোসেন এবং গাজীপুরের খাইলকুরের নুর ইসলাম।

বিভিন্ন সময় ছিনতাই করা ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। ওয়ারী থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। র্যাব ১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী সাংবাদিকদের জানান, এই ছিনতাইকারী চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় ৬-৭ বছর ধরে ছিনতাই করে আসছে।

গত ২২ সেপ্টেম্বর এক ব্যক্তির পাসপোর্ট ছিনতাই করার পর ৮৫ হাজার টাকা চাঁদা নিয়ে সেটি ফেরত দিয়েছে তারা। গত বৃহস্পতিবার সোনারগাঁও মশুলদী গ্রামের শাহ জালালের কাছ থেকে পাসপোর্ট ভিসা ছিনিয়ে নেওয়ার পর তাকেও তারা ফোন করে এক লাখ টাকা দাবি করে সেগুলো ফেরত দেওয়ার কথা বলে।

শনিবার রাত ৯টার দিকে টিকাটুলি এলাকায় ওই চাঁদার টাকা নিতে এসেই র্যাবের হাতে গ্রেফতার হয় ৫ জন। কয়েকজন পালিয়ে যায়।

The post ওরা ছিনতাইয়ের পর চাঁদাবাজিও করে appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2it7nTm

October 23, 2017 at 01:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top