সিলেট, ২৫ অক্টোবর- পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন ফ্রাঞ্চাইজি সিলেট সিক্সার্সের জার্সি উন্মোচন ও বোলার হান্ট ফিউচার সিক্সার্সের সেরা ১০ বোলার বাছাই করলেন। বুধবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় চার জেলা থেকে ৮২জন সুযোগ পান। এদের মধ্য থেকে প্রাথমিকভাবে ২৮জনকে বাছাই করেন ওয়াকার ইউনুস। এই ২৮জন থেকে আবারও বাছাই করে সেরা ১০জনের নাম ঘোষণা করা হয়। সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে বাছাই কার্যক্রম পরিচালনা করেন সিলেট সিক্সার্সের কোচিং স্টাফরা। গত ২০ অক্টোবর শুক্রবার সিলেট ও মৌলভীবাজারে এবং ২১ অক্টোবর শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে অনুষ্টিত হয় বোলার হান্ট বাছাই। সিলেটে থেকে ৫০জন, মৌলভীবাজার থেকে ১৫ জন, হবিগঞ্জ থেকে ১১জন এবং সুনামগঞ্জ থেকে ৬ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। ওয়াকার ইউনিস বাছাইকৃত এসব বোলারের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন, তোমাদের ভেতরে অনেক প্রতিভা রয়েছে। সবাইকে অনেক পরিশ্রম করতে হবে। যাতে আগামীতে ফিউচার সিক্সার্সের হয়ে টিমের কাজ করতে পারো। সিলেট টিমের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, এ রকমের উদ্যোগ নেওয়ার জন্য। এই বোলারদের ঠিকমতো গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে সিলেট সিক্সার্সসহ বাংলাদেশ দলেরও উপকারে আসবে। সন্ধ্যায় সিলেট সিক্সার্সের নতুন জার্সি উন্মোচন করা হয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিত, সিইও ইয়াসির উবাইদ, সিলেট সিক্সার্সের পরিচালক বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিক্সার্সের পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন আহমদ সেলিম উপস্থিত ছিলেন। সেরা দশ বোলার হলেন- স্পিনার নাঈম আহমদ, ইশাক আলী ও নাঈম হোসাইন সাকিব এবং পেসার অভি, সফর, রুহল, তোফায়েল, জয়নুল, সাইফুল এবং সুলতান। এ দশজন সিলেট সিক্সার্সের দলের সাথে সিলেটও ঢাকায় থাকা-খাওয়াসহ সবধরনের সুযোগ-সুবিধা পাবেন। সূত্রঃ জাগোনিউজ.২৪কম আর/১০:১৪/২৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lg9nj4
October 26, 2017 at 05:34AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.