নিজস্ব প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রামের সোয়াইব আলী (২২) ও একই গ্রামের মিছির আলী (১৫)।
সোমবার সকালে বিএএফ শাহীন কলেজ সংলগ্ন সবুজবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী মো. নজরুল হকের নির্মাণাধীন চারতলা ভবনের বাইরের দেয়ালে পলেস্তারার কাজের জন্য ভবন এলাকায় বাঁশ স্থাপন করছিলেন নির্মাণ শ্রমিকেরা। বাঁশগুলো কাঁচা থাকায় বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুতায়িত হয়ে প্রথমে এক শ্রমিক আটকা পড়েন। তাকে ছাড়াতে গিয়ে আরও এক শ্রমিক বিদ্যুতায়িত হন। পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শমশেরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. আজিজুর রহমান চৌধুরী এ দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনালের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মোবারক হোসেন বলেন, ভবনমালিক বা ঠিকাদারের উচিত ছিল কাজের আগে পল্লি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা। তাহলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া যেত, সেক্ষেত্রে এ দুর্ঘটনা ঘটত না।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zekPh0
October 16, 2017 at 08:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন