ঢাকা, ০৭ অক্টোবর- গতকাল (শুক্রবার) চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ঢাকা অ্যাটাক ছবিটি মুক্তি পেয়েছে। ঢাকা অ্যাটাক দেখতে শুক্রবার সন্ধ্যার শো-তে গোপনে বোরকা পরে রংপুরের শাপলা সিনেমা হলে গিয়েছিলেন তিনি। মাহি বলেন, মা এবং কাছের কজন মানুষকে নিয়ে সন্ধ্যার শোতে ঢাকা অ্যাটাক দেখতে যাই। হলে গিয়ে দেখি টিকিট নেই। কাউন্টারে টিকিট না পেয়ে হতাশ হয়েছিলাম। এ সময় স্থানীয় এক ব্যক্তি আমাদের টিকিটের ব্যবস্থা করে দেন, তবে তা ব্ল্যাকে। দ্বিগুণ দাম দিয়ে টিকিট কিনতে হয়েছিল। মাহি বলেন, বোরকা পরে গিয়েছিলাম সাধারণ দর্শক যেন আমাকে চিনতে না পারে। আমাকে চিনতে পারলে ছবি না দেখে হয়তো আমার পিছে ছুটত। চাইলে সিনেমা হলের মালিককে বলে টিকিট ম্যানেজ করতে পারতাম। কিন্তু সেটি করিনি, কারণ দর্শকদের প্রতিক্রিয়া বুঝতে চেয়েছি পাশে থেকে। মাহি আরও বলেন, সন্ধ্যার শোতে আমরা কোনো রকম সিটে বসি। কিন্তু ভেতরে প্রচুর গরম ছিল। আধা ঘণ্টা পর আমার অস্বস্তি লাগতে শুরু করে। প্রতিটা ছেলেকে দেখছি টি-শার্ট খুলে ছবি দেখতে, কিন্তু উঠে যাচ্ছিল না। তাদের জন্য খুব খারাপ লেগেছে। আবার এটাও আমাদের ভাগ্য যে, তারা এত কষ্ট করে আমাদের ভালোবেসে ছবি দেখে। দর্শকদের প্রশংসা পাশে থেকে শুনেছি। তারা ছবিটি দেখে ভীষণ মজা পেয়েছেন। মাহি এখন রংপুরে। সেখানে রবিন খান পরিচালিত মন দেব মন নেব ছবির শুটিং করছেন। এই ছবিতে মাহির নায়ক শিবলী নওমান। ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। গেল মাস থেকে লালমনিরহাট জেলায় ছবির শুটিং শুরু হয়। আর/১৭:১৪/০৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2y60Rrv
October 08, 2017 at 12:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top