দেবিদ্বারে ইলিশ মাছ ও ঝাটকা নিধন প্রতিরোধে বাজার পরিদর্শন

দেবিদ্বার প্রতিনিধি ● ইলিশ মাছের প্রজনন প্রক্রিয়ায় উন্মোক্ত রাখায় সরকার ঘোষিত ২৩ দিন নদী ও সাগর থেকে ইলিশ মাছ ধরা এবং বাজারে ইলিশ মাছ বিক্রয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার নেতৃত্বে মৎস বিভাগের একটি দল বাজার পরিদর্শন করেছেন।

সোমবার সকালে দেবিদ্বার উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ নাসির আহম্মেদ’র নেতৃত্বে দেবিদ্বার নিউমার্কেট মাছ বাজার ও মাছের আরতগুলো পরিদর্শন করেন। এসময় কোন ধরনের ইলিশ বাজারে এবং মাছের আরতে পাওয়া যায়নি বলে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ নাসির আহম্মেদ জানিয়েছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৎস বিভাগের সহকারী কর্মকর্তা মোঃ রফিক উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কামাল উদ্দিন, মোঃ আলী হোসেন প্রমূখ।

The post দেবিদ্বারে ইলিশ মাছ ও ঝাটকা নিধন প্রতিরোধে বাজার পরিদর্শন appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2fCJR1y

October 02, 2017 at 07:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top