কিশোরীকে পুড়িয়ে হত্যা মামলায় বিশ্বনাথ থেকে দুই নারী গ্রেফতার

48365.jpegবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: নরসিংদী জেলার শিবপুরের কিশোরী আজিজাকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী বিউটি’সহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর ৩টার দিকে জেলার বিশ্বনাথ উপজেলার মীরেরগাঁও গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৯। গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর শিবপুর থানার ভিটি খৈনকুট গ্রামের আব্দুস সালাম স্ত্রী বিউটি বেগম (২৬) ও একই থানার উত্তর কামালপুর গ্রামের বাচ্চু মিয়া স্ত্রী সানোয়ারা বেগম (৫০) ।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, আজিজা হত্যা মামলার প্রধান আসামী বিউটি বেগম ও আরেক আসামী সানোয়ারা বেগম ঘটনার পরপরই সিলেটে পালিয়ে এসে আত্মগোপন করেছে এমন খবরে বুধবার ভোররাতে বিশ্বনাথ থানার মীরেরগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব-৯। তিনি আরো জানান, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, ২৭ অক্টোবর নরসিংদীর শিবপুরে মোবাইল ফোন চুরির সন্দেহে আজিজা নামের ১৩ বৎসরের এক কিশোরীকে ধরে নিয়ে একটি বেল গাছের সাথে চিকন রশি দিয়ে বাঁধে এবং তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করে তারই চাচী। আগুনে বেল গাছে বাঁধা রশি পুড়ে গেলে সে ছুটে মোজাম্মেলের মুরগীর ফার্মের কাছে মাটিতে পড়ে আর্তনাদ করতে থাকে। আগুনের তার শরীর, মাথার চুল ও কাপড় পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আজিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে উপস্থিত ডাক্তারসহ অন্যান্যদের কাছে বর্ণিত আসামীদের নিষ্ঠুরতার লোমহর্ষক বর্ণনা দেয় সে। পরে চিকিৎসাধীন অবস্থা সেই রাতেই তার মৃত্যু হয়। পরদিন এই ঘটনা সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় বিউটি , আব্দুস সালাম, রুবেল মিয়া, তমুজা বেগম, সানোয়ারা বেগমসহ আরো অজ্ঞাতনামা ৩জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lzmNXC

October 31, 2017 at 06:34PM
31 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top