কিম্বার্লির ডায়মন্ড ওভালে দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের টার্গেট দিয়েও ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৪২.৫ ওভারে কোনো উইকেট না হারিয়েই ২৮২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচশেষে পুরস্কার বিতরণী পর্বে নিজেদের নিয়ন্ত্রণহীন বোলিংকেই দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উইকেট যে ব্যাটিং বান্ধব হবে সেটার ধারণা পেয়েছিলেন মাশরাফিবাহিনী। তবে উইকেটের আচরণ অনুযায়ী বোলিং করতে না পারার আক্ষেপ ঝড়েছে মাশরাফির কণ্ঠে। তিনি বলেন, আমি মনে করে উইকেট অনেক ভালো ছিল কিন্তু আমরা উইকেট বুঝে বল করতে পারি নি। মাশরাফি আরো যোগ করেন, আমাদের সুরক্ষিত বোলিং করতে শিখতে হবে এবং আরো তীক্ষ্ণতা আনতে হবে। টেস্ট আর একদিনের খেলা একদম ভিন্ন। আমরা যদি দুই প্রান্ত থেকেই রান আটকাতে পারি তাহলে অবশ্যই উইকেট আসবে। আরএস/১০:১০/১৬ অক্টোবর তথ্যসূত্র: বিডি২৪লাইভ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xIqjVd
October 16, 2017 at 05:39PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন