কানাইঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:: কানাইঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলা ডাক ঘরের সামনে থেকে ১৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ সহ এক অটোরিক্সা সিএনজি চালককে গ্রেফতার করেছে। থানার এসআই বশির আহমদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে একটি সিএনজি গাড়ী যোগে মাদকদ্রব্যের একটি চালান কানাইঘাট উপজেলা সদরে আনা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে তিনি ডাক ঘরের সামনের রাস্তায় সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে অটোরিক্সা চালক মাদক ব্যবসায়ী ভাউরভাগ ১ম খন্ড গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র হুসেন আহমদকে ১৯ বোতল অফিসার্স চয়েস মদ সহ অটোরিক্সা গাড়ীটি আটক করলেও গাড়ীতে থাকা দু’জন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। বিভিন্ন সূত্রে
জানা গেছে, উক্ত আটককৃত ভারতীয় অফিসার্স চয়েস মাদকের মালিক কানাইঘাটের সীমান্তবর্তী এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী সোনাতনপুঞ্জি গ্রামে হেলাল আহমদ (২৭)। হেলাল আহমদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। সে বিভিন্ন সময়ে গ্রেফতারকৃত হুসেন আহমদকে দিয়ে তার গাড়ী যোগে মাদক পাচার করত। পুলিশের অভিযানের সময় গাড়ী থেকে সে তার এক সহযোগী সহ পালিয়ে যেতে সক্ষম হয়। পূর্বে হোসেন আহমদ পুলিশের হাতে মাদক সহ গ্রেফতার হয়েছিল। এব্যাপারে এসআই বশির আহমদ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yrgYAG

October 18, 2017 at 09:35PM
18 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top