সংবাদ বিজ্ঞপ্তি ● কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি) বিগত বছরের ধারাবাহিকতায় এবারো জাতীয় নাট্যশালায় মঞ্চায়ণ করতে যাচ্ছে ভিসিটির ২৭ তম প্রযোজনা ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নাটক “মহুয়াপালা” নির্দেশনায় আতিকুর রহমান সুজন, সহ নির্দেশনায় ভিসিটি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ছাত্র উপদেষ্টা ফারহানা আহমেদ।
পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশনের আয়োজন ও আমন্ত্রণে ৬ষ্ঠ জাতীয় যুব নাট্য উৎসবে পরিবেশিত হবে ভিসিটির নাটক “মহুয়াপালা” ৩০ সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত চলতে থাকা এই উৎসবে দেশের আরো সতেরোটি প্রখ্যাত নাট্য সংগঠন তাদের নিজস্ব পরিবেশনা নিয়ে আসবেন। উৎসবের শেষ দিন অর্থ্যাৎ ৫ ই অক্টোবর বিশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালার জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে প্রদর্শীত হবে ভিসিটির নাটক “মহুয়াপালা”। নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় শিল্পীরা হলেন, মোঃ রাশেদুল ইসলাম জীবন, ফারহানা আহমেদ, মোঃ শাহাদাত সরকার, মোঃ দেলোয়ার হোসেন জয়, মোঃ ওমর ফারুক, শম্পা রাণী সিংহ, নাজমুন নাহার শিখা, সোহাগ শান্তনুর, মোঃ রুবেল হোসেন, নূরুল আযম আরজু, মোঃ সোহাগ মিয়া, মোঃ ইলিয়াস গণি, ফাহিমা আক্তার রুপা, প্রিথুল দাশ, রোকসানা আক্তার তামান্না, মৌসুমী রাণী সরকার, মারিয়া আক্তার, মহসিন মিয়া ও ইকবাল হোসেন।
নাটকটির নেপথ্যে যারা কাজ করছেন, রিপন চৌধুরী আপন, আল আমিন কাজী রিয়ান, নূর হোসেন রাজিব, নূরে আলম সরকার, মোঃ মারুফ হোসেন রবিউল্লাহ্, জয় দেবনাথ, আকলিমা আক্তার, মোঃ ফয়েজ, মোঃ শরীফ, মোঃ রিয়াদুল ইসলাম, মোঃ হাসান ও নিপা সরকার।
নাট্য উৎসব যোগদানের সার্বিক পৃষ্ঠপোষকতায় আছেন ভিসিটি প্রধান পৃষ্ঠপোষক কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের, সার্বিক দিক নির্দেশনায় ভিসিটির প্রধান উপদেষ্টা মোঃ মশিউর রহমান ভুঞা, সার্বিক তত্বাবধায়নে আছেন ভিসিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন জয় ও সার্বিক সমন্বয়ে রয়েছেন ভিসিটির সাধারন সম্পাদক রিপন চৌধুরী আপন।
The post জাতীয় নাট্যশালায় ভিসিটির নাটক “মহুয়াপালা” appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2fNMrWz
October 03, 2017 at 06:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন