অভিনেত্রী বাঁধন এবং ব্যবসায়ী মাশরুর সিদ্দিকী সনেটের সংসার ভাঙ্গা নিয়ে চলছে অভিযোগ আর পালটা অভিযোগ। বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী বন্যা মির্জা। ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি বলেন, বাঁধনকে লোভী বলেছেন তাঁর স্বামী, মাশরুর সিদ্দিকী সনেট। যথার্থ বলেছেন তিনি, লোভী তো বাঁধন অবশ্যই! সংসারের লোভ তো মেয়েদের বড় সমস্যা! থাকাই ঠিক না! স্বামী সন্তানসমেত যে সংসার তার লোভ মেয়েদের সনাতন! কী আর করা! সেই লোভই বাঁধনের জীবনের কাল হলো। বাঁধন তাঁর বাবার বাড়িতে থাকেন। কন্যা সায়রাসমেত। যখন থেকে বাঁধনের স্বামী বাঁধনের থাকে না তখন বা তার পরবর্তী সময়ে বাঁধনের কন্যা সায়রা আমাদের সকলের কন্যা হয়ে গেছে। বাঁধন দীর্ঘ সময় কাজ করেননি সায়রার জন্য। আজও ভোর পাঁচটায় উঠে সায়রাকে স্কুলে দেওয়া-আনার কাজটা তিনিই করে থাকেন। বাঁধন তাঁর মায়ের বাড়িতে থাকেন বিধায় সায়রাকে রেখে অনায়াসে পেশাগত কাজ করে যেতে পারতেন। তিনি তা করেননি। শতভাগই করতে চেয়েছেন মেয়ের জন্য। অথবা বাঁধন বেশিই করেন, কারণ বাবা ও মায়ের দায়িত্ব তিনি একা পালন করেছেন। তবুও বাবা সম্পর্কে একটুকু কটু কথা মেয়েকে বলেননি। যখন দেখতে চেয়েছেন তখনই সায়রার বাবা মেয়েকে দেখেছেন। নিজের কাছে নিয়ে গেছেন। এমনকি ওই লোকের আবার বিয়ের পরও। বিয়ের কথা গোপন রেখে, বাঁধন ও সায়রারা কে নিয়ে মালয়েশিয়া ঘুরতে গেছেন। আমি খুব কাছে থেকে দেখেছি বাঁধনকে। ফলে ওই লোকের বর্তমান স্ত্রী যা যা ফোনে বলেছেন তা আমি শুনেছি। চাইলে আপনারাও শুনতে পারেন। মেয়েকে বাঁধন ঠিকমতো মানুষ করতে পারছেন না বলে তাঁর (সনেটের নতুন স্ত্রী) দাবি! তাঁর কাছে কানাডায় থাকলে সায়রা মানুষ হবে! কী অদ্ভুত কথা! ছোট্ট সায়রাকেও বিষিয়ে দেবার চেষ্টা করছেন তাঁরা। অভিনেতা-মায়েরা নাকি ভাল নয়! সায়রার কথা ভেবে অনেক কিছুই জানানো যাচ্ছে না। আরও কারণ সায়রা তার বাবাকে অসম্মানিত হতে দেখুক তা আমাদের কারো কাম্য নয়। পরিশেষে বাধ্য হয়ে পারিবারিক আদালতে কন্যার কাস্টডি পেতে মামলা করতে হয়েছে বাঁধনকে। বাঁধন খারাপ মা তা প্রমাণ কোনোভাবেই সহজ হবে না। বাঁধনের মতো মা সবাই হতে পারবে কি-না তাও আমি জানি না। কিন্তু আমি জানি যে, যেসব অভিনেতা-মা আছেন, বা যারা টেলিভিশনে কাজ করেন তাঁরা প্রত্যেকে একেকজন অসাধারণ মা। কাছে থেকে দেখি, তাই আমি জানি। যা হোক, বাঁধন মেয়ের কাস্টডি পাবেন, তা নিয়ে আমার সংশয় নেই। কিন্তু সায়রার জন্য আমার চিন্তা হচ্ছে যেন আশপাশের কোনো ক্ষুদ্রতা তাকে স্পর্শ না করে। সায়রার জন্য ভালবাসা। ভালো থাকিস মা, সোনা বাচ্চা আমাদের! আরএস/১০:১৪/০১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xLVFqV
October 01, 2017 at 08:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top