কুমিল্লায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে অস্ত্র-মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রোববার নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় বিভিন্ন প্রকারের অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নগরীর রেইসকোর্স এলাকার মৃত আবু তাহেরের ছেলে মোবারক হোসেন (২৮), মৃত আ. রহমানের ছেলে জালাল মিয়া (৩৭) এবং মাদারীপুর জেলার রাজৈর থানার শায়েস্তাবাদ এলাকার শাহআলম বয়াতির ছেলে জামাল (৩৫)।

এদিকে, নগরীর উজির দিঘীরপাড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিলসহ এমরান হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এমরান হোসেন জেলার আদর্শ সদর উপজেলার বারপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, পৃথক অভিযানের ঘটনায় থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

The post কুমিল্লায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৪ appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2yH7Ze9

October 22, 2017 at 11:23PM
22 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top