মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: সিলেট ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিশ্বনাথের নাহিয়ান আহমদ মুক্তা। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তবলপুর (পুরানবাড়ি) গ্রামের সৌদিআরব প্রবাসী ফদির আহমদ ও খালেদা পারভীন দম্পতির দ্বিতীয় পুত্র।
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাতালিকার ৯৩৩ নাম্বারে নাহিয়ান আহমদ মুক্তা উত্তীর্ণ হন।
নাহিয়ান আহমদ মুক্তা বিশ্বনাথ উপজেলার রামধানা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিশ্বনাথ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ২০১৫ সালে সিলেট শাহপরান (রহ.) উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এস.এস.সি এবং ২০১৭ সালে সিলেট শাহী ঈদগাহস্থ স্কলার্স হোম থেকে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। সে ভবিষ্যতে একজন ভাল চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। এজন্য নাহিয়ান আহমদ মুক্তা সকলের কাছে দোয়া প্রার্থী।
উল্লেখ্য, গত শুক্রবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের
(২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ৮০ হাজার ৮১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪১ হাজার ১৩২ জন। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে নেওয়া পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৯০.৫। মোট ৩ হাজার ৩১৫ জন পরীক্ষার্থী সরকারি ৩১ মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2yieRyx
October 12, 2017 at 01:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন