তিতাসে এম কে আনোয়ারের জানাজায় মানুষের ঢল

তিতাস প্রতিনিধি ● সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, কেবিনেট সচিব এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বরেণ্য রাজনীতিবিদ এম কে আনোয়ারের চতুর্থ জানাজা কুমিল্লার তিতাস উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর উপজেলার গাজীপুর খান মডেল বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জানাজা সম্পন্ন হয়। এম কে আনোয়ারের জানাজায় বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয়পার্টির বিভিন্ন নেতৃবৃন্দসহ দলমত নির্বিশেষে সকলে অংশগ্রহণে মানুষের ঢল নামে।

মরহুমের জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের জাতীয় পার্টির সাংসদ আলহাজ্ব আমির হোসেন ভূঁইয়া, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মারুফ হোসেন, এম কে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার কায়সার, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ওসমান গণি ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী ও সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম সোহেল সিকদার, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাবু, উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল হোসেন, উপজেলা জাসাসের সভাপতি মেহেদী হাসান সেলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিকদলের সভাপতি আদিলুর রহমান ও ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া প্রমুখ।

এদিকে তিতাসে মরহুমের চতুর্থ জানাজা শেষে বাদ আসর হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চম জানাজা শেষে পারিবারিক করবস্থানে লাশ দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।

এম কে আনোয়ার গত সোমবার রাত সোয়া একটার দিকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগতে থাকা প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। গতকাল মঙ্গলবার ১০টায় রাজধানীর কাঁটাবন মসজিদে তার প্রথম জানাজা, দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কার্যালয়ে সামনে দ্বিতীয় জানাজা ও বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

The post তিতাসে এম কে আনোয়ারের জানাজায় মানুষের ঢল appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2yKs4Re

October 25, 2017 at 04:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top