নগর ভবনে গিয়ে ভোট চাইলেন বদরুজ্জামান সেলিম

নিজস্ব প্রতিবেদক:: সিলেট সিটি করপোরেশনে গিয়ে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন সিলেট নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। তিনি গতকাল বৃহস্পতিবার (১৯শে অক্টোবর) বিকেলে নগরভবনে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী নগর ভবনে উপস্থিত ছিলেন না।

জানা যায়- বিকেল ৩টায় বদরুজ্জামান সেলিম কয়েকজন নেতাকর্মী নিয়ে নগর ভবনে যান। নগর ভবনের প্রতিটি শাখায় গিয়ে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে করমর্দন করেন এবং আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের অংশগ্রহণের কথা জানিয়ে সবার দোয়া ও সহযোগিতা চান। এসময় উপস্থিত সবাই তাকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আরিফুল হক চৌধুরী নগরভবনে উপস্থিত না থাকলে বদরুজ্জামান সেলিম বেরিয়ে যাবার পর তিনি নগরভবনে নিজের কার্যালয়ে প্রবেশ করেন।

সম্প্রতি সিলেট নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম আনুষ্টানিকভাবে বিএনপি থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছিলেন।

সিটি করপোরেশন সূত্র জানায়- মূলত আগামী সিসিক নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নগরভবনের বিভিন্ন শাখায় গিয়ে জানান বদরুজ্জামান সেলিম। এসময় তিনি সবার সহযোগিতার পাশাপাশি ভোটও চান।

এ ব্যাপারে নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন- ‘কোটি টাকা খরচ করে নগর ভবন নির্মাণ করা হয়েছে। একজন নাগরিক হিসেবে সেই ভবনটি দেখতে গিয়েছিলাম।’

বদরুজ্জামান সেলিম আরো বলেন- ‘রথও দেখলাম, নগর ভবনে কলাও বিক্রি করে আসলাম। বিএনপি থেকে মনোনয়ন পেলে মেয়র নির্বাচনে অংশ নিতে নিজের আগ্রহের কথা তাদেরকে জানিয়েছি। এ ব্যাপারে কর্মকর্তা ও কর্মচারিদের দোয়া ও সহযোগিতা চেয়েছি।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xb5Eok

October 20, 2017 at 11:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top