রিয়াদ, ১৮ অক্টোবর- সৌদি আরব নিয়োগদাতা ছাড়া অন্য মালিকের অধীনে কাজ করায় ১৩৫ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। দেশটির দাম্মাম শহরে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনদিনের অভিযানে সৌদি পুলিশ তাদের আটক করে বলে জানান ওই শহরে কর্মরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আটক বাংলাদেশিরা অনুমতিপত্র ছাড়াই বিভিন্ন কোম্পানিতে সাপ্লাইয়ের কাজ করতেন, সৌদি শ্রম আইনে তা দণ্ডনীয় অপরাধ। এতে শ্রমিক ও নিয়োগকর্তার ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আটকদের ডিপোর্টেশন জেলে পাঠানো হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই তাদের দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। সৌদি আরবে নিয়োগদাতা ছাড়া ভিন্ন মালিকের কাজ করতে হলে নিয়োগদাতার লিখিত অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান ফয়সাল। প্রতি বছর হজ পরবর্তী সময়ে হজে এসে অবৈধভাবে থেকে যাওয়া বিদেশিদের চিহ্নিত করতে অভিযান চালায় সৌদি সরকার। এবারও এই অভিযান শুরু হয়েছে, যা আরও এক মাসের বেশি সময় চলবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আর/১৭:১৪/১৮ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yqc5Yr
October 18, 2017 at 11:48PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন