ঢাকা, ০৪ অক্টোবর- অভিনেতা এজাজুল ইসলামকে সবাই চেনেন, কিন্তু তার চিকিৎসক পরিচয় হয়তো অনেকেরই অজানা। চিকিৎসা পেশার পাশাপাশি অভিনয়কেও বেছে নিয়েছিলেন। অভিনয় জীবনে তিনি যেমন দর্শকদের মন জয় করে সফল হয়েছেন, তেমনি চিকিৎসা পেশাতেও তার সাফল্যের নতুন খবর এলো। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগে প্রধান হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা অনিমেষ আইচ এমন সংবাদ প্রকাশ করেন। মঙ্গলবার খবরের সত্যতা নিশ্চিত করে নিজের প্রতিক্রিয়ায় গ্লিটজকে এজাজুল ইসলাম বলেন, আমি তো চেয়েছিলাম শিক্ষকতাই করতে। সেই ট্র্যাকেই উন্নতি, সেই ট্র্যাকেই প্রোমোশন এটা তো অবশ্যই আনন্দের ব্যাপার। অভিনয়টা যেমন আনন্দের সঙ্গে করি, ডাক্তারিটাও একই আনন্দের সঙ্গে করি। অভিনয়ে যখন কোনো সফলতা আমাকে আনন্দ দেয়, তেমনি চিকিৎসা পেশাতেও কোনো সফলতা আমাকে একই আনন্দ দেয়। এজাজ জানান, আট নয়মাস আগে প্রথম ধাপে অ্যাসিস্টেন্ট প্রফেসর হিসেবে ও তারপর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পদোন্নতি নিয়ে বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ডাক্তার এজাজুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস পাস করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) থেকে ১৯৮৯ সালে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। হুমায়ূন আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক সবুজ সাথী দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু। ডাক্তার এজাজের প্রথম চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন। এআর/১৯:৫৮/০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yYsKQr
October 05, 2017 at 01:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top