কুমিল্লায় ডিবি পুলিশর পৃথক অভিযানে ১৫০ কেজি গাজা উদ্ধার

সৌরভ মাহমুদ হারুন ● কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মহানগরীর চাপাপুর এলাকায় ডিবি পুলিশের এসআই শরিফুল ইসলাম খান, এসআই শহিদুল বাসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত শনিবার রাত সাড়ে ১২ টায় ১’শ কেজি গাজা সহ রফিকুল ইসলাম কে আটক করে। অপর একটি অভিযানে  ভাটপাড়া এলাকা থেকে এসআই ইব্রাহিম খলিল, এসআই মুক্তল হোসেন ৫০ কেজি গাজা সহ মো: শাহ আলম কে আটক করে।

ডিবি পুলিশ সূত্র জানায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গত শনিবার রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইব্রাহিম খলিল, এসআই মুক্তল হোসেন, এএসআই রোকউজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সদর দক্ষিণ উপজেলার পশ্চিম ভাটপাড়ার জোরকানুন রাস্তার উপর অবস্থান নেয়। এসময় শাহ আলম নামের এক বক্ত্যির চটের বস্তা তল্লাশি করে ৫০ কেজি গাজা উদ্ধার করে। আটককৃত গাজা ব্যবসায়ী জেলার চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা গ্রামের মো: আবদুল ওহাবের ছেলে মো: শাহ আলম (৩০) । অপরদিকে ডিবি পুলিশের এসআই মো: শরিফুল ইসলাম খান, মো: শহিদুল ইসলাম বাসার , এএসআই মো: সরওয়ার হোসেন তালুকদার, হুমায়ন কবির ও সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত সাড়ে ১২ টায়গোপন সংবাদের  ভিত্তিতে নগরীর চাপাপুর -কুচাইতলী এলাকায় রফিকুল ইসলাম নামের এক বক্তির একটি সাদা প্লাষ্টিকের বস্তা তল্লাশি করে ১’শত কেজি গাজা উদ্ধার করে। আটককৃত গাজা ব্যবসায়ী হল জেলার সদর দক্ষিন উপজেলার ছনগাও গ্রামের ননা  মিয়ার ছেলে মো: রফিকুল ইসলাম (৩২)। উভয় ঘটনায় পৃথক পৃথক ২টি সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

The post কুমিল্লায় ডিবি পুলিশর পৃথক অভিযানে ১৫০ কেজি গাজা উদ্ধার appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xa7IMM

October 02, 2017 at 07:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top