আগরতলা, ১২ অক্টোবর- ত্রিপুরার গভর্নর তথাগত রায় মন্তব্য করেছেন মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গারা খুব খারাপ এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে। তিনি বলেন, অবৈধ অভিবাসীদের বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিরোধিতাকারী রাজনীতিবিদরা নোংরা রাজনীতি করছেন। তিনি দাবি করেন, রোহিঙ্গা মুসলিমদের দেশে বাস করার অনুমতি দিলে এতে হিন্দুদের পালাতে হতে পারে। তিনি বলেন, (মিয়ানমারের) রাখাইন প্রদেশের সঙ্গে ভারতের সীমান্ত নেই। তাহলে আমাদের কেন ওই রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে? আর যদি ভারত এরকম কিছু করে তাহলে আগামীদিনে অন্য কোনো দেশের এ ধরণের অভিবাসীদের আশ্রয় দিতে হবে। হিন্দুত্ববাদী সাবেক বিজেপির এ নেতা মতে, ভারত যদি রোহিঙ্গাদের বসবাস করতে দেয় তাহলে জনসংখ্যার ওপরে এর প্রভাব পড়বে এবং এর পরে হিন্দুদের পালাতেও হতে পারে! বাংলাদেশ, পাকিস্তান, সৌদির মতো দেশ তাদের থাকতে দিচ্ছে না, আমরা কেন দেবো? তিনি বলেন, কোনও মুসলিম রাষ্ট্র বা বাংলাদেশ রোহিঙ্গাদের গ্রহণ করছে না। কিন্তু, ভারত-বিশাল ধর্মশালা, তাকে গ্রহণ করতেই হবে। যদি না বলা হয়, তাহলে আপনি অমানবিক! তিনি ভারতের রোহিঙ্গা আবর্জনা গ্রহণ করা উচিত নয় বলেও মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। আর/১৭:১৪/১২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hCXlvb
October 12, 2017 at 11:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন