হিমাচলের ভোট ৯ নভেম্বর

নয়াদিল্লি, ১২ অক্টোবরঃ হিমাচল প্রদেশে আগামী ৯ নভেম্বর হতে চলেছে বিধানসভা ভোট। ১৮ ডিসেম্বর হবে গণনা। কমিশন জানিয়েছে, গুজরাটের ভোটের দিন পরে জানানো হবে।

ভোট হবে একদফায়। ভিভিপ্যাট যুক্ত ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে।

আজ দুই আধিকারিক ওমপ্রকাশ রাওয়াত ও সুনীল অরোরাকে পাশে নিয়ে হিমাচলে ভোটের দিন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতি।

হিমাচল প্রদেশের বিধানসভায় মোট সদস্য সংখ্যা ৬৮। আগামী বছরের ৭ জানুয়ারি বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। ২০ হাজার নতুন ভোটার সহ মোট ভোটার প্রায় ৪৯.০৫ লক্ষ। অসুস্থ ও বৃদ্ধদের সাহায্য করার জন্য বুথগুলিতে থাকবে ২০০টি হুইলচেয়ার। থাকবে মহিলাচালিত ১৩৬টি বুথ। কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রার্থী বিদায়ী মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহই। বিজেপি তবে মুখ্যমন্ত্রী এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yIsA2A

October 12, 2017 at 08:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top