মুম্বাই, ১১ অক্টোবর- তিনি হট! এই একটি শব্দই যথেষ্ঠ তাঁর বর্ণনায় । ৪৪ বছর বয়সেও যেকোনও বলিউড ডিভাকে দিব্যি টেক্কা দেন মালাইকা অরোরা। এমটিভি ভিজে হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন, তারপর দিল সে-সিনেমায় ছইয়া ছইয়া নাচে সকলকে মুগ্ধ করেন। আর পিছনে তাকাতে হয়নি। এখনও গোটা বলিউড তাঁকে ছইয়া ছইয়া গার্ল হিসাবেই চেনে। কেরিয়ারের শুরু থেকে এই বয়সে এসেও মালাইকা যেভাবে তাঁর ছিপছিপে গড়নকে ধরে রেখেছেন, তা যেকোনও বলিউড ডিভাই ইর্ষা করবেন। তার উপর তাঁর স্টাইল সেন্সের জুরি মেলা ভার। সম্প্রতি জিকিউ-এর অক্টোবর স্পেশাল ফটোশুটে করেছেন মালাইকা। যা তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন, পাশাপাশি তাঁর ইনস্টাগ্রামে আরও বেশকিছু পোস্ট দেখলে চোখ ফেরাতে পারবেন না অনেকেই। সূত্রঃ বিডি২৪লাইভ.কম আর/১৭:১৪/১১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yYS4oC
October 12, 2017 at 12:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top