পবিত্র আশুরা উপলক্ষে সিলেট সংস্কৃতিকেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ভেটেনারি এনিমেল অ্যান্ড বায়ো মেডিকেল সাইন্সের ডিন প্রফেসর ড. মাহবুবে এলাহী বলেছেন- এখনো ইয়াজিদ সীমাররা বেঁচে আছে, কারবালা এখনো শেষ হয়ে যায়নি। ফোরাতের পানি এখনো মুসলমানদের রক্তে লাল হয়। তাই সকল প্রকার অন্যায়, অবিচার ও অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। আরাকান রাজ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। নাফ নদী মুসলমানদের রক্তে লাল হচ্ছে।

তিনি সোমবার (০২রা অক্টোবর) সিলেট সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে ও পরিচালক প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ ড. আবুল হোসাইন মোহাম্মদ সুলাইমান, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, মাসিক আল ইসলাহর সাবেক সম্পাদক কবি নাজমুল আনসারী, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক লেখক জুন্নুরাইন চৌধুরী, প্রাবন্ধিক আহমদ হোসাইন, ক্বারী আব্দুল বাছিত মিলন, বিজিবি’র সাবেক কর্মকর্তা আনিছুর রহমান, কবি ওমর শরীফ নোমান, মাওলানা আব্দুল কাদির।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিল্পী হিফজুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন- ১০ মহরম সারা বিশ্বে মুসলমানদের জন্য একটি তাৎপর্যময় দিন। এই দিনে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে। যার কারণে সারা বিশ্বে এই দিনকে একটি বিশেষ দিন হিসেবে গণ্য করা হয়। পবিত্র আশুরার এই দিনেই ঘটেছিল কারবালার প্রান্তরে সেই হৃদয় বিদারক ঘটনা। অন্যায় আর অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইমাম হোসেন (রা.) শাহাদাত বরণ করেন। আজও কারবালার মতো বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে। তাই আমাদের উচিত সকল প্রকার অন্যায় জুলুম, অবিচারের বিরুদ্ধে লেখালেখি করা প্রতিবাদ করা ও মানুষকে সচেতন করা। -বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xax3pO

October 02, 2017 at 11:34PM
02 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top